দুর্গাপুরের ৩নং থেকে ১০নং ওয়ার্ডের বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। ৯ কোটি টাকা খরচ করে ওই সব ওয়ার্ডের বেহাল রাস্তা ও নিকাশির সংস্কার শুরু হল শনিবার। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় উন্মোচন করেন এই প্রকল্পটির। দুর্গাপুরের সৃজনীতে এই প্রকল্পের সূচনা করে তাপস বাবু বলেন, দুর্গাপুর ইস্পাত কারখানার কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই সব ওয়ার্ডের বেহাল দশা সংস্কারে উদ্যোগী হচ্ছে না। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে কাউন্সিলররা এডিডিএ-র কাছে ওই সব ওয়ার্ডের রাস্তা ও নিকাশি ব্যবস্থার সংস্কারের আবেদন করেন। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ মানুষের পাশে থাকতে বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থার সংস্কারে উদ্যোগি হল।