যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ভারতীয় রেল একগুচ্ছ পরিকল্পনা নিয়েছে। চলমান ট্রেন থেকে স্টেশনে রেলের স্নানাগার, ক্যান্টিন থেকে বিশ্রামাগার সব ক্ষেত্রেই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ঢেলে সাজাচ্ছে ভারতীয় রেল। সম্প্রতি দুর্গাপুর রেলস্টেশনে যাত্রীদের সুবিধার্থে রেলের আপার ক্লাস, স্লিপার ক্লাস ও প্রিমিয়াম ক্লাসের যাত্রীদের জন্য পুরানো প্রতীক্ষালয় সংস্কার করে চোখ ধাঁধানো প্রতীক্ষালয়ের উদ্ধোধন করলেন আসানসোল ডিভিশনের ডিআরএম পিকে মিশ্রা।

দুর্গাপুর স্টেশনে ঢুকলেই ডানদিকের করিডরে রয়েছে সম্পুর্ণ বিনামূল্যের স্লিপার ক্লাস ও আপার ক্লাসের বিশ্রামাগার। আর দোতলায় রয়েছে প্রিমিয়াম ক্লাসের বিশ্রামাগার। সঙ্গে ঝাঁ চকচকে স্নানাগার ও শৌচাগার। স্লিপার ক্লাস ও আপার ক্লাস প্রতীক্ষালয় বিনামূল্যে হলেও প্রিমিয়াম ক্লাসের প্রতীক্ষালয়ে বিশ্রামের জন্য যাত্রী সাধারণকে মাথাপিছু ঘন্টায় ৩০ থেকে ৫০ টাকা দিতে হবে।

দুর্গাপুর রেল স্টেশনের ম্যানেজার এনকে দাস বলেন, ‘যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে ভারতীয় রেল দুর্গাপুর রেলস্টেশনে স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য অত্যধুনিক প্রতীক্ষালয় চালু করেছে। যাত্রীদের কাছ থেকে ভাল সাড়া পাওয়া যাচ্ছে।’ রেল সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ লাখ টাকা খরচে পুরানো প্রতীক্ষালয় সংস্কার করে অত্যাধুনিক প্রতীক্ষালয় করা হয়েছে। জানা গেছে, বিশ্রামাগারগুলি দেখভাল করার জন্য বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আপার ক্লাস ও স্লিপার ক্লাস বিশ্রামাগার দেখভালের দায়িত্বে থাকা রামনাথ পাশোয়ান বলেন, ‘আমরা সাধ্যমত বিশ্রামাগার পরিষ্কার রাখার চেষ্টা করছি। তবে ঝাঁ চকচকে বিশ্রামাগার দেখে এখন যাত্রীরাও বিশ্রামাগার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন।’

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?




Like Us On Facebook