দুর্গাপুর ইস্পাত কারখানার বেসিক অক্সিজেন ফার্নেস বা বিওএফ-এর চিমনির স্ক্রাবার পরিষ্কার করতে গিয়ে ১নং কনভার্টারে বিপত্তি ঘটায় চিমনি দিয়ে নির্গত ধোঁয়ায় দুর্গাপুর ইস্পাত কারখানার সংলগ্ন প্রায় তিন চার কিলোমিটার এলাকায় আইরন ডাস্টের ঘোলাটে ধোঁয়া সঙ্গে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় দুর্গাপুর মেনগেট, কাদা রোড, গোপাল মাঠ, ওল্ড কোর্ট, নঈম নগর, নুতন পল্লী এলাকায় বেনাচিতি বাজার, স্টিল মার্কেট, স্টিল টাউন শিপের এ-জোনের অনেকাংশ, ঝান্ডাবাগ, আমরাই সেকেন্ডারি সহ বিভিন্ন এলাকায় মানুষের শ্বাসকষ্ট, মাথা ব্যাথা ও বমিবমি ভাব সহ চোখ জ্বালা করতে থাকে।
এলাকার মানুষ গ্যাস লিকের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন। শনিবার সকালের বেনাচিতি বাজারের জমজমাট চেহারা নিমিষেই ফাঁকা হতে থাকে। গোটা শহর ডিএসপির গ্যাস লিকের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে। দুর্গাপুর ইস্পাত কারখানার জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার দুর্গাপুর ইস্পাত কারখানার বেসিক অক্সিজেন ফার্নেস থেকে যে এই বিপত্তি সে কথা স্বীকার করে নিয়ে বলেন আতঙ্কিত হবার কিছু নেই। এটা কোন বিষাক্ত গ্যাস নয়। বিওএফ-এর স্ক্রাবারের ১নং কনভার্টারে লিকেজ হওয়ায় এই বিপত্তি হয়েছে। দ্রুত তা মেরামতও করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএসপির জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার ফের আশ্বস্ত করে বলেন আতঙ্কিত হবার কিছু নয়।