প্রবল বৃষ্টি উপেক্ষা করেই হাজার হাজার দর্শকের উপস্থিতিতে দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে মঙ্গলবার বিকেলে প্রতি বছরের মতো এবারও অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির সূচনার উদ্দেশ্যে রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদ বধের মাধ্যমে দশেরা উৎসব পালন করা হয়।
দশমীর সকাল থেকেই গোটা রাজ্যের সঙ্গে দুর্গাপুরেও বৃষ্টি শুরু হয়। দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। একসময় উদ্যোক্তাদের মাথায় হাত পড়ে যায়, কিন্তু প্রবল বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে মঙ্গলবার পড়ন্ত বিকেলে রামায়ন নাটক উপস্থাপনার পর আতস বাজিতে ভরপুর রাবণ, কুম্ভকর্ণ ও মেঘনাদ বধ করা হয়। সঙ্গে সঙ্গে আকাশ জুড়ে রকমারি আতসবাজির রামধনু তৈরি হয়। হরেক রকম আতস বাজি পোড়ানোর সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকদের জয় শ্রী রাম ধ্বনিতে চারিদিক মুখরিত হয়ে ওঠে। শেষমেশ শান্তিপূর্ণ ভাবেই দশেরা উৎসবের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।