বিজয়ার সন্ধ্যায় অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদ দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে দশেরা উৎসব পালন করল। শুক্রবার দশেরা উপলক্ষে প্রচুর জনসমাগম হয় চিত্রালয় মেলা ময়দানে। প্রথমে রামায়ণের নাটক মঞ্চস্থ করে অখিল ভারতীয় সাংস্কৃতিক পরিষদের সদস্যরা। এরপর রাবণ, ইন্দ্রজিৎ ও কুম্ভকর্ণের পুতুলে অগ্নিসংযোগ করা হয়। এরপরই রকমারি আতসবাজি ফাটতে শুরু হয়। চতুর্দিক রঙিন হয়ে ওঠে হরেক রকম আতসবাজিতে। দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও অরুণ কুমার রথ অশুভ শক্তির উপর শুভ শক্তির জয়ের প্রতীক হিসাবে সলতে দেওয়া তীরে আগুন লাগিয়ে রাবণ দহনের সূচনা করেন।। এদিন দুর্গাপুর ইস্পাত কারখানা, অ্যালয় স্টিল কারখানার আধিকারিকরা ছাড়াও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী সহ বিশিষ্ট ব্যক্তিরা সপরিবারে দশেরায় রাবণ দহন ও আতশবাজি প্রত্যক্ষ করতে চিত্রালয় মেলা ময়দানে উপস্থিত হন।