২০১৬-১৭ সালে ‘সেভ ফরেস্ট সেভ ওয়াল্ডলাইফ’-এর বার্তা নিয়ে বাইকে ১৩৩ দিনে ২৭১৩৮ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন দম্পতি। ২০১৯ সালে টার্গেট প্রায় ৮০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করা, উদ্দেশ্য- বাঘ সংরক্ষণ নিয়ে সচেতনতা তৈরি। কলকাতার সল্টলেকের বাসিন্দা রথীন্দ্রনাথ দাস ও তাঁর স্ত্রী গীতাঞ্জলী এবার ৩৬৫ দিনে বিশ্বের ১৩টি দেশে বাঘ সংরক্ষণের বার্তা পোঁছে দিতে বাইকে চড়ে প্রায় আশি হাজার কিলোমিটার পথ পাড়ি দেবেন।

‘জার্নি ফর টাইগার’ মিশনে ভারতের ৫০টি ব্যাঘ্র প্রকল্প সহ বিশ্বের ১২টি দেশে যেখানে বাঘের বসতি আছে সেই সব জায়গায় অভিযানে যাবেন রথীন্দ্রনাথ ও গীতাঞ্জলী। প্রকৃতি ও বাঘ সংরক্ষণের উদ্দেশ্যে এ এক অনন্য অভিযান। পথে রথীন্দ্রনাথ ও গীতাঞ্জলী বিভিন্ন স্কুলের পড়ুয়া ও মানুষজনকে এই বিষয়ে সচেতন করবেন বলে জানা গেছে।

এই অভিযানে বেরিয়ে ১৫ ফেব্রুয়ারি সল্টলেক থেকে যাত্রা শুরু করে রথীন্দ্রনাথ দাস ও তার স্ত্রী গীতাঞ্জলী বিভিন্ন জেলা ঘুরে মঙ্গলবার দুর্গাপুরে এসে পৌঁছন। দুর্গাপুরের আড়ায় বন দফতরের গেস্ট হাউসে রাত্রি যাপন করে আজ, বুধবার বিকেলে রথীন্দ্রনাথ ও গীতাঞ্জলী দুর্গাপুরের সিটি সেন্টারের অটো মোবাইল অ্যাসোসিয়েশনের সম্বর্ধনা নিয়ে ফের যাত্রা শুরু করবেন।

রথীন্দ্রনাথ বর্ধমান ডট কমকে এক একান্ত সাক্ষাৎকারে বলেন, ‘পরিবেশ রক্ষায় বন্যপ্রাণ ও বাঘ বাঁচানোর বার্তা নিয়ে আমি এর আগেও বাইক অভিযান করেছি। এবার বিশ্বজুড়ে অভিযানে বের হয়েছি। এবার আমাদের টার্গেট প্রায় ৮০হাজার কিমি পথ অতিক্রম করে পরিবেশ রক্ষায় বাঘ বাঁচানোর বার্তা বিশ্বের সকলের কাছে পৌঁছে দেওয়া। দুর্গাপুরের দত্ত অটোমোবাইলস ও দত্ত হিরোর কর্ণধার চন্দন দত্ত আমাকে হিরো কোম্পানির একটি উন্নত মানের বাইক দিয়েছেন বিশ্বজুড়ে অভিযানে যাওয়ার জন্য। তাছাড়া বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন আমাকে আর্থিক সাহায্য করায় আমার বিশ্ব ভ্রমণের পথ সহজ হয়েছে।’ রথীন্দ্রনাথ দাসের স্ত্রী গীতাঞ্জলী দাস বলেন, ‘বাঘ বাঁচানোর বার্তা নিয়ে বিশ্ব জুড়ে করা এই অভিযানে সুফল ফলবে এবং সকলের কাছে তা দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমার বিশ্বাস।’

জানা গেছে, ভারত জুড়ে অভিযানের পর মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, চিন, রাশিয়া, নেপাল, ভুটান ও বাংলাদেশ যাবেন এই প্রকৃতিপ্রেমী দম্পতি।



বাঘ সংরক্ষণের সচেতনতা গড়ে তুলতে দুর্গাপুরের একটি স্কুলে রথীন-গীতাঞ্জলী

Like Us On Facebook