অতিমারির কারণে কোভিড প্রোটোকল মেনে গত বছরের মতো এবারও মন্দির থেকে রথের চাকা গড়ালো না রাজপথে। গত বছরের মতো এবারও প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার আর মাসির বাড়ি যাওয়া হল না। মন্দিরের ভিতরেই অস্থায়ী মন্ডপে মাসির বাড়ি তৈরি করে সেখানেই ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে আট দিন রাখার ব্যবস্থা করেছেন মন্দির কর্তৃপক্ষ।
দুর্গাপুরের ইস্কন মন্দির এবং দুর্গাপুর স্টিল টাউনশিপের রাজেন্দ্রনাথ অ্যাভিনিউয়ে মন্দির চত্বরেই রথের চাকা ঘুরিয়ে মন্দিরের ভিতরেই তৈরি অস্থায়ী মন্ডপে মাসির বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রাখার ব্যবস্থা করা হয়েছে। মন্দিরে ভক্তদের এদিন কোভিড প্রোটোকল মেনে প্রবেশ করানো হয়। মুখে মাস্ক, হাতে স্যানিটাইজার দেওয়া হয়। ভক্তদের আবেগ থাকলেও গত বছরের মতো এবারও কোন আড়ম্বর নেই রথ যাত্রা উৎসবে।
Like Us On Facebook