মহা সমারোহে দুর্গাপুর শিল্পাঞ্চলে পালিত হল রথযাত্রা উৎসব। শনিবার দুর্গাপুরের স্টিল টাউনশিপ রথযাত্রা কমিটির রথ দর্শনের জন্য প্রচুর ভক্তের সমাগম হয়। রথ উপলক্ষে প্রতি বছরের মতো এবারও রাজীব গান্ধী মেলা ময়দানে মেলা বসেছে।
দুর্গাপুরের ইসকন মন্দিরের রথ এদিন বিকেলে স্টিল টাউনশিপের ইসকন মন্দির থেকে বের হয়ে সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে পৌঁছয়। চতুরঙ্গ ময়দানে রথ উপলক্ষে মেলাও বসেছে। রথযাত্রা উপলক্ষে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। তাছাড়া ভিড়িঙ্গী আনন্দ গোপাল মুখার্জি সরণিতে বড় রথের সঙ্গে কচিকাঁচারাও ছোট ছোট রথ বের করে। কাঁকসার রথতলা ও বিষ্ণুপুরে রথযাত্রা উপলক্ষে ছোট বড় রথ বের হয়। উখরাতেও পিতলের রথ দর্শনের জন্য প্রচুর জন সমাগম হয়।