মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মনে সাহস জুগিয়েছিল। তাই বাইক-দৌরাত্মের অভিযোগ পুলিশকে জানিয়ে ছিলেন তিনি। কিন্তু পুলিশ সঠিক সময়ে ব্যবস্থা না নেওয়ায় দুষ্কৃতিরা বেপরোয়া হয়ে ভোজালির কোপে অভিযোগ জানানোর বদলা নিল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের আকবর রোডে। স্থানীয় ব্যবসায়ী পবিত্র দত্ত বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করেছিলেন এবং পুলিশে অভিযোগ জানিয়েছিলেন।

পবিত্র বাবুর পুত্র বিপ্লব দত্ত বলেন, ‘আমার বাবা বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ দুষ্কৃতিরা বাবার দোকানে হামলা চালায়। দুষ্কৃতিরা বাবার শরীরের বিভিন্ন জায়গায় ভোজালি দিয়ে আঘাত করে। বাবাকে বাঁচাতে গেলে আমাকেও আক্রমণ করে দুষ্কৃতিরা। গুরুতর আহত অবস্থায় বাবাকে প্রথমে ডিএসপি হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হওয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।’

বাইক-দৌরাত্ম বেড়ে যাওয়ায় শিল্পশহর দুর্গাপুরের মানুষ আতঙ্কিত। নিন্দায় সরব সর্বস্তরের মানুষ। এই ঘটনায় দুর্গাপুর থানার পুলিশ ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানান দুর্গাপুর থানার ওসি অর্নিবাণ বসু।