দুর্গাপুরের এমএএমসির মামড়া বাজারে পুলিশ উদ্ধার করল একটি অদ্ভুত দর্শন বিরল প্রজাতির কচ্ছপ। টিয়াপাখির ঠোঁটের আদলে মুখ, কচ্ছপটির শক্ত খোলসে এবং শরীরে ছাপছাপ দাগ। নিউ টাউনশিপ থানার পুলিশ এই বিরল প্রজাতির কচ্ছপটিকে দুর্গাপুরের বন দফতরের হাতে তুলে দেয়। মুখে বড় বড় দাঁত। এদিন অদ্ভুত দর্শন কচ্ছপটি দেখতে মামড়া বাজারে মানুষের ঢল নামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কচ্ছপটি প্রথমে দেখা যায় মামড়ার পোদ্দার পুকুরে ধোবিঘাটে। স্থানীয় কয়েকজন কিশোর কচ্ছপটিকে ধরে এনে মামড়া বাজারে বিক্রি করতে গেলে দোকানি বিরল প্রজাতির অদ্ভুত দর্শন কচ্ছপ দেখে পুলিশে খবর দেন। এরপরেই নিউ টাউনশিপ থানার পুলিশ এসে অদ্ভুত দর্শন কচ্ছপটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয়। এই কচ্ছপটি যে বিরল প্রজাতির সেকথা স্বীকার করেছেন দুর্গাপুরের মুখ্য বনপাল মিলন কান্তি মন্ডল। কিন্তু কচ্ছপটি কোন্ প্রজাতির তা পর্যবেক্ষণ করেই বলা যাবে বলে জানান মিলনবাবু।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?