আসানসোল দুর্গাপুর পুলিশের উদ্যেগে দুর্গাপুরের নেতাজি ভবনে স্বেচ্ছায় এক রক্তদান কর্মসূচিতে এদিন রামনবমী উদযাপন কমিটিগুলিকে পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সম্মানিত করে। রামনবমী উৎসব পালনের প্রাক্কালে দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্তি বিভিন্ন রামনবমী উদযাপন কমিটিকে পাঁচ হাজার টাকা করে অনুদান দিয়েছিলেন। পুলিশও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন রেখেছিল কমিটিগুলির কাছে।
মেয়র ও পুলিশের আবেদনে সাড়া দিয়ে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপুর্ণভাবে রামনবমী উৎসব পালন করেন দুর্গাপুর মহকুমার সমস্ত রামনবমী উদযাপন কমিটির কর্তাব্যক্তিরা। ফলস্বরূপ মঙ্গলবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুর্গাপুরের পুলিশ আধিকারিকরা দুর্গাপুর মহকুমার বিভিন্ন রামনবমী উদযাপন কমিটিকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার সম্মান স্বরূপ ট্রফি দিয়ে সম্মানিত করল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ ও কাউন্সিলররা এবং দুর্গাপুরের মহকুমাশাসক সহ পুলিশ আধিকারিকরা।
রামনবমী উদযাপনে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বীকৃতি হিসেবে পুলিশের দেওয়া ট্রফি হাতে দুর্গাপুরের ডিটিপিএসের শ্রী শ্রী শিব ও হনুমান মন্দিরের শ্রী রাম নবমী উদযাপন সমিতির কর্মকর্তা সন্তোষ রায় বলেন, আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাম নবমী উদযাপন করেছি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আজ দুর্গাপুরের নেতাজি ভবনে আমাদের রামনবমী উদযাপন সমিতিকে সম্মান জানাল। সন্তোষবাবু বলেন, পুলিশও আমাদের সহযোগিতা করার জন্য আমরা পুলিশকেও ধন্যবাদ জানালাম।