রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিজেপি, তৃণমূল কংগ্রেস সহ রাম ভক্তরা রামের নাম মুখে নিয়ে রবিবার সকালে রাজপথে রামনবমীর মিছিলে হাঁটলেন। রবিবার এই দৃশ্য দেখতে কাঁকসার রণডিহা মোড় থেকে পানাগড় বাজার পর্যন্ত রামনবমীর মিছিলে দলীয় পতাকা না নিয়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা কিছুটা দুরত্ব বজায় রেখে শান্তিপূর্ণভাবে মিছিলে পা মেলান।
পানাগড়ে বিজেপির মিছিলে যেমন রমন শর্মা সহ বিজেপির স্থানীয় শীর্ষ নেতৃত্ব মিছিলের অগ্রভাগে ছিলেন তেমনই তৃণমূল কংগ্রেসের রামনবমীর মিছিলে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী সহ কাঁকসার স্থানীয় তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মিছিলে নেতৃত্ব দেন। এদিনের মিছিলে কোন অস্ত্র ব্যবহার করা না হলেও ত্রিশূল ও লাঠির যথেচ্ছ ব্যবহার করা হয়ে।
কাঁকসার একটি রামনবমীর মিছিল পানাগড় মোড়ে এলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের যুবকরা মিছিলের সকলকে শরবৎ খাওয়ান। এদিন কড়া পুলিশি প্রহরায় মিছিল বের হয়। পুলিশ বিশেষ নজরদারির জন্য ড্রোন ব্যবহার করে। এদিকে দুর্গাপুরে সব থেকে স্পর্শকাতর এলাকা মেনগেট, কাদারোড এলাকায় অস্ত্র ছাড়াই শান্তিপূর্ণভাবে রাম নবমীর মিছিল বের হয়। মিছিলে মহিলাদের লাঠি খেলতে দেখা যায়। মিছিলের অগ্রভাগে মহিলা পরিবেষ্টিত দূর্গাবাহিনী মিছিলের নেতৃত্বে ছিলেন।মেনগেট, কাদারোড এলাকায় অশান্তি এড়াতে কড়া নজরদারির জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ড্রোনের সাহায্য নেয়। দুর্গাপুরের এমএএমসিতেও বিজেপির কার্যালয়ে মহাসমারোহে রামনবমী পালন করা হয়। এমএএমসির সিডি ব্লকে রামনবমী উপলক্ষে একটি বাইক র্যালি বের করা হয়। দুর্গাপুরে বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকেও রবিবার লিঙ্ক রোডে রামনবমীর শোভাযাত্রা বের করা হয়। পাশাপাশি আসানসোলেও রামনবমী উপলক্ষে বিভিন্ন এলাকায় শোভাযাত্রা বের হয়।