প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন করে দূষণ মুক্ত শহর গড়তে শহরবাসীকে শপথ নেওয়ার জন্য উৎসাহ দিতে এবার পথে নামলেন দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। মঙ্গলবার দুর্গাপুরের ভিড়িঙ্গী ত্রৈলক্যনাথ বিদ্যায়তন থেকে নাচন রোড ধরে প্রান্তিকা পর্যন্ত মহকুমাশাসক শঙ্খ সাঁতরার নেতৃত্বে দুর্গাপুরের সর্বস্তরের মানুষকে নিয়ে এক দূষণ মুক্ত শহর গড়ার সচেতনতার পদযাত্রা হয়। স্কুলের ছাত্রছাত্রীরাও এই পদযাত্রায় অংশ নেয়।
Like Us On Facebook