দুর্গাপুর নগর নিগমের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারির নেতৃত্বে ১৪ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কর্মীরা রবিবার সাত সকালে দুর্গাপুরের ফুলঝোড় সংশোধনাগারে গিয়ে বন্দি ও সংশোধনাগারের কর্মীদের হাতে রাখি পরালেন।
মেয়র পারিষদ রাখি তেওয়ারি বলেন, এটা খুব মানবিক বিষয়। আজ রাখি উৎসব। রাখি উৎসবের আনন্দ সংশোধনাগারের বন্দিদেরও কিছুটা দিতে পেরে ভালো লাগছে আমাদের। দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদ রাখি তেওয়ারি রাখি বেঁধে দেওয়ায় সংশোধনাগারের বন্দিরাও খুশি। রাখি তেওয়ারি বলেন, আজ আমরা ফুলঝোড় সংশোধনাগারে মোট ৯৫ জনের হাতে রাখি বেঁধে দিলাম। এদিন ১৪ নং ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্থানীয় মানুষকে রাখি পরিয়ে মিষ্টি মুখ করিয়ে রাখি বন্ধন উৎসব পালন করেন।
Like Us On Facebook