রাখি উৎসব ভাইবোনের মঙ্গল কামনায় প্রীতি বন্ধনের উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব। দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে সোমবার রাখি উৎসব পালন করল সমাজের সর্বস্তরের মানুষ। পৌরনির্বাচনের আবহের মধ্যেও সাধারণ মানুষ থেকে রাজনীতিক সকলেই প্রীতির বন্ধনে নিজেকে আবদ্ধ করলেন। দুর্গাপুরের বিভিন্ন জায়গায় রাখি উৎসবের খন্ডচিত্র তুলে ধরা হল। দুর্গাপুরের কাদা রোডে দুর্বার মহিলা সমম্বয় কমিটির আমরা পদাতিকে রাখি উৎসব পালন করা হয় সোমবার। দুর্গাপুর রেল স্টশনে দুর্গাপুর পুলিশ ও রেল পুলিশের যৌথ উদ্যোগে রাখি উৎসবে রেল যাত্রী সহ পুলিশ কর্মীদের হাতে রাখি বেঁধে দেওয়া হয় পুলিশের উদ্যোগে। মহিলা পুলিশকর্মীরাও সিটি সেন্টারে পথ চলতি মানুষের হাতে সম্প্রীতির রাখি পরিয়ে দেন। স্কুল ছাত্রীরাও রাস্তায় আটো টোটো চালকদের রাখি পরায় । ২২ নং ওয়ার্ডের যুযুধান দুই প্রতিদ্ধন্দ্বী বিজেপি ও তৃণমূল প্রার্থী অমিতাভ বন্দোপাধ্যায় ও অনিন্দিতা মুখার্জী রাখি উৎসবকে কাজে লাগিয়ে নির্বাচন প্রচারের জন্য সকলের হাতেই রাখি পরালেন আবার কোথাও পরলেনও।
এদিন আসানসোলেও মহা সমারোহে পালিত হয় রাখি উৎসব। সরকারি ও বেসরকারি ভাবে পালিত হল রাখি বন্ধন উৎসব। তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে রাখি উৎসবের আয়োজন করা হয়। পাশাপাশি পুলিশের উদ্যোগে পথচলতি মানুষদের রাখি পরিয়ে দেওয়া হয়।