হাতে রাখি বেঁধে মুখ মিষ্টি করিয়ে পথচলতি বাইক আরোহীদের হেলমেট পরার অঙ্গীকার করালেন দুর্গাপুরের স্বেচ্ছাসেবী সংস্থা ছায়াসূর্য’র মহিলা সদস্যরা।
দুর্গাপুরের সিটি সেন্টারে রবিবার সকালে রাখি উৎসবকে সামনে রেখে দুর্ঘটনা রোধে রাজ্য সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি কার্যত পালন করলেন ছায়াসূর্য’র সদস্যরা। পথচলতি বাইক আরোহীরা ছায়াসূর্য’র এই অভিনব উদ্যোগে অনেকেই প্রথমে কিছুটা অস্বস্তিতে পড়লেও মহিলাদের এই মানবিক উদ্যোগকে কুর্নিশ করেন।
এদিকে রাখি বন্ধন উপলক্ষে দুর্গাপুরের বিভিন্ন জায়গায় রবিবার সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল পুলিশ ও প্রশাসনিক কর্তারা রাখি বন্ধন উৎসব পালন করেন। দুর্গাপুর রেল স্টেশনেও জিআরপির পক্ষ থেকে রেল যাত্রীদের এবং দুর্গাপুর স্টেশনে আগত যাত্রীদের রাখি পরিয়ে মিষ্টিমুখ করিয়ে রাখি উৎসব পালন করা হয়। এদিন মামারা বাজার, বিধাননগর এলাকাতে বিজেপি কর্মীরা রাখি বন্ধন উৎসব পালন করেন।