দীর্ঘ প্রতিক্ষার অবসান হল। অবশেষে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক প্রকল্পে সামিল হল দুর্গাপুরের কাঁকসা ব্লক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে কাঁকসায় পশ্চিম বর্ধমান জেলার উন্নয়নে এক গুচ্ছ উন্নয়ন মূলক প্রকল্পের শুভ সূচনা করার পর অবশেষে নড়েচড়ে বসলো কাঁকসা ব্লক উন্নয়ন ও পঞ্চায়েত সমিতি।

স্থানীয় বাসিন্দারা দির্ঘদিনধরে ভাঙাচোরা রাস্তার বিষয়ে বার বার অভিযোগ জানালেও কোন কাজ হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রী আসার পরপরই শুক্রবার রাজবাঁধ থেকে গোপালপুর ২ কিমি ভাঙাচোরা রাস্তা মেরামতির কাজ শুরু হল। শুক্রবার রাস্তা মেরামতির কাজের শুভ সূচনা হয়। জানা গেছে দুই কিমি এই রাস্তা মেরামত করতে খরচ হচ্ছে প্রায় ৬০ লক্ষ টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্পিতা ঢালি, কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস, জেলা পরিষদের সদস্য দেবদাস বক্সি সহ পঞ্চায়েত ও প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। দীর্ঘ দিনের চাহিদা পূরণ হওয়ায় এলাকার বাসিন্দারা খুশি।

Like Us On Facebook