সিপিএমের মা ভারতশত্রু চিন, কংগ্রেসের মা সনিয়া গাঁধী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আর আমাদের মা ভারত মাতা। সকলের চেয়ে বড়। নিজের মায়ের থেকেও বড়, কারণ নিজের মাও ভারত মায়ের কোলে জন্মেছে। আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্বে দলীয় কর্মীদের উদ্দীপ্ত করতে শুক্রবার কাঁকসার মানিক আড়া গ্রামে এই কথা বলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার জয় বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা ২০১৪ -১৬ র বিজেপি নই। আমরা ২০১৭-১৮র ফুটন্ত বিজেপি। আমাদের সঙ্গে ভালো ব্যবহার করলে ভাল ব‍্যবহার পাবেন, খারাপ করলে আমরাও খারাপ ব‍্যবহার ঘুরিয়ে দেব। আমাদের কর্মীদের ডান্ডা দিলে আমরাও ডান্ডা দিতে পারি। এদিন পুলিশকেও একহাত নেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। পুলিশকে সতর্ক করে দিয়ে বলেন মিটিং শেষে যদি বিজেপির কোন কর্মীকে কোনভাবে হ‍্যারাস করা হয় তাহলে পুলিশকেও দেখে নেবার হুমকি দেন জয়বাবু।

বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্প নিয়েও কটাক্ষ করেন বিজেপির এই নেতা। জয়বাবু বলেন তৃণমূল কংগ্রেসের কাছে মানুষ প্রচুর প্রত্যাশা করেছিল। কিন্তু নিজেদের পকেট ভরা ছাড়া তৃণমূল কংগ্রেস নেতারা কিছু কাজ করেনি। এদিন বীরভূমের তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডলকেও হুঁশিয়ারি দেন বিজেপির এই নেতা। তিনি বলেন অনুব্রত যদি সাপ হয়, আমরা হলাম বেজি। আমরা অনুব্রতকে গিলে খাব। এদিন জয়বাবু বলেন আমরাই একমাত্র দুর্নীতি মুক্ত সুন্দর বাংলার সুশাসন দিতে পারি। জয়বাবু আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বাংলার পরিবর্তনের ডাক দেন এদিন। শুক্রবার জয়বাবুর বক্তব্য শোনার জন্য মানিকআড়া গ্রামে প্রচুর জনসমাগম হয়। ওয়াকিবহাল মহল মনে করছেন কয়েক দিন আগে কাঁকসায় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করার পর শুক্রবার কাঁকসা ব্লকে বিজেপি ফের একটি সভা করে আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু করে দিল।

Like Us On Facebook