বর্ধমানের রায়না থানার দেরিয়াপুরে হাওড়ার ব্যবসায়ী সব্যসাচী মণ্ডলের খুনের ঘটনায় ঘটনাস্থল থেকে প্রায় ৪ কিমি দূরে পুলিশ উদ্ধার করল একটি কালো ব্যাগ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যাগের মধ্যে পাওয়া গেছে একটি ওয়ান শর্টার, একটি ৭এমএম পিস্তল ও একটি ধারালো অস্ত্র এবং কিছু পোশাক। এই ব্যাগের সঙ্গে ব্যবসায়ী খুনের ঘটনার কোনো সম্পর্ক আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে। সব্যসাচী মন্ডল খুনের ঘটনার সঙ্গে এই ব্যাগের কোনো যোগ আছে কিনা তা খতিয়ে দেখতে ব্যাগটিকে ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত প্রায় ৮টা নাগাদ সব্যসাচী মণ্ডল খুন হন। এই ঘটনায় সব্যসাচী মণ্ডলের বন্ধু রাজবীর সিং জানিয়েছিলেন, তিনি গুলির শব্দ শুনে ছাদ থেকে নেমে এসেছিলেন এবং তখন তিনি দেখেন সব্যসাচী মণ্ডলকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হচ্ছে। তিনি বাধা দিতে গেলে আহত হন বলে জানান। ঘটনাস্থল থেকে চার কিমি দূরে উদ্ধার হওয়া কালো ব্যাগের মধ্যে পাওয়া আগ্নেয়াস্ত্রের সঙ্গে এই খুনের ঘটনার কোনো যোগ আছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

Like Us On Facebook