অবশেষে দুর্গাপুর নগর নিগম পচা মাংসের খোঁজে সোমবার দুর্গাপুরের সিটিসেন্টার, বিধান নগর, চন্ডীদাস মার্কেটে প্রায় ১৪ টি হোটেল রেস্তোঁরায় অভিযান চালালো। এদিন দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ অমিতাভ ব্যানার্জী দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন পাল নগর নিগমের স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালান।
জানা গেছে, কয়েকটি ছাড়া বেশীরভাগ হোটেল রেস্তোরাঁয় এদিন ডিপ ফ্রীজারে দীর্ঘদিন ধরে জমিয়ে রাখা মাংস পাওয়া গেছে। পুরসভার কর্মীরা এই সব মাংসের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তরের ল্যাবে পাঠানোর তৎপরতা শুরু করেছেন বলে জানা গেছে। দুর্গাপুর নগর নিগমের মেয়র পরিষদ অমিতাভ ব্যনের্জী বলেন, ‘যেসব হোটেল, রেস্তোঁরায় পচা মাংস মজুত রাখার প্রমাণ মিলবে সেই সব হোটেল রেস্তোঁরা সিল করে দেওয়া হবে।’ তিনি আরও বলেন, কয়েকটি হোটেল রেস্তোঁরার কিচেন থেকে ইন্ডাস্ট্রিয়াল রঙ পাওয়া গেছে।
এদিন সিটি সেন্টার, বিধান নগর ও চন্ডীদাস মার্কেটে অভিযান হলেও দুর্গাপুরের বড় মার্কেট বেনাচিতি, ভিড়িঙ্গী ও দুর্গাপুর স্টেশন বাজারে অভিযান না হওয়ায় অভিযানের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। পুরসভা মাঝেমধ্যে এই ধরণের অভিযান চালালেও বিভিন্ন হোটেল ও রেস্তোঁরার খাদ্যের গুণগত মন পরীক্ষার জন্য জেলায় প্রয়োজনীয় পরিকাঠামো না থাকায় হোটেল ও রেস্তোঁরাগুলি বাসি পুরানো খাবার পরিবেশন করে থাকে বলে দাবি মানুষজনের।