গোপন সূত্রে খবর পেয়ে রবিবার কাকভোরে বালি চুরি রুখতে সরাসরি অভিযানে নামলেন দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। অজয় নদের একটি অবৈধ বালি খাদান থেকে বালি পাচারের খবর পেয়ে মহকুমাশাসক বিশাল পুলিশ বাহিনী নিয়ে হানা দেন ওই বালি খাদানে এবং ৪৬টি বালি বোঝাই ট্রাক আটক করেন। মহকুমাশাসকের অভিযানের খবর পেয়ে ট্রাকগুলির চালক ও খালাসি সহ খাদানের লোকজন চম্পট দেয়। পুলিশ ৪৬টি বালি বোঝাই ট্রাককে বাজেয়াপ্ত করেছে। দুর্গাপুরের মহকুমা কার্য্যালয় সূত্রে জানা গেছে এই অভিযানের সময় ট্রাকগুলি থকে বেশ কিছু অবৈধ চালান পাওয়া গেছে। ওই চালানগুলি বালি পাচারের জন্য ব্যবহার করা হত বলে অনুমান।
দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন,”গোপন সূত্রে খবর পাই অজয় ঘাটে বালি পাচারের জন্য ট্রাক বোঝাই হচ্ছে। পুলিশ বাহিনী নিয়ে গিয়ে অভিযান চালাই। বালি বোঝাই ৪৬টি ট্রাক বাজেয়াপ্ত করা হয়েছে। ট্রাকগুলির কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না। তাছাড়া অজয়ের ঘাটে যে খাদান থেকে বালি বোঝাই হচ্ছিল সেই খাদানের কোন প্রশাসনিক অনুমোদন নেই। পুলিশ বাজেয়াপ্ত ট্রাকগুলির বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেবে।”