বালি চুরি করতে করতে বালি মাফিয়ারা কাঁকসার কুনুর নদীর মানচিত্রটাকেই বদলে দিয়েছে। প্রতিদিন ঘন্টায় আট থেকে দশ গাড়ি বালি পাচারের কারণে প্রাচীন ঐতিহ্যবাহী কুনুর নদীই এখন সংকটের সন্মুখীন। ব্লক স্তর থেকে দুর্গাপুর মহকুমা শাসক শঙ্খ সাঁতরা এমনকি জেলা শাসক শশাঙ্ক শেঠীর বার বার অভিযানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে স্থানীয় সোর্সের সাহায্য বালি মাফিয়ারা বালি চুরি সমানে চালাচ্ছে। শুক্রবার প্রশাসনিক অভিযানের ব্যর্থতা স্বীকার করে নিয়ে কা়ঁকসার ব্লক উন্নয়ন আধিকারিক অরবিন্দ বিশ্বাস বলেন, ভূমি রাজস্ব দপ্তরের সক্রিয়তার অভাবে বারংবার অভিযান না চালানোয় বালি মাফিয়াদের চুরির দাপট বেড়ে গেছে।
Like Us On Facebook