শহরে পঞ্চাশ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার হচ্ছে কিনা তার হালহকিকত জানতে বুধবার সন্ধ্যায় দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরার নেতৃত্বে পুলিশ আধিকারিকরা, দুর্গাপুর দূষণ নিয়ন্ত্রন পর্ষদ, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্তাব্যক্তিরা দুর্গাপুরের দুটি শপিং মল ও চন্ডীদাস মার্কেট পরিদর্শন করেন।
চন্ডীদাস মার্কেটে মাছ বাজার ও সবজি বাজারে বেশ কিছু দোকানে নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার হতে দেখে মহকুমাশাসক শঙ্খ সাঁতরা দোকানিদের হাতে নাতে ধরেন। কিন্তু সচেতনতা বাড়াতে তাদের এখনই জরিমানা না করে কেবল মাত্র সতর্ক করে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে। দূষণ মুক্ত শহর গড়তে ১ বৈশাখ থেকে দুর্গাপুরে পঞ্চাশ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ, থার্মোকলের জিনিস পত্র ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। ১ বৈশাখের পূর্বে পঞ্চাশ মাইক্রনের নীচে প্লাস্টিকের ক্যারিব্যাগ ও থার্মোকলের জিনিসপত্র ব্যবহারের বিরুদ্ধে অভিযান হলেও পঞ্চায়েত ভোটের জন্য মহকুমাশাসক ও পুলিশ কর্তারা ব্যস্ত হয়ে পড়ায় দুর্গাপুর দূষণ পর্ষদ ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্তাব্যক্তিদের গা ঢেলেমিতে অভিযানে ভাটা পড়ে। স্বাভাবিকভাবেই প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে শহর জুড়ে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার রমরমিয়ে চলতে থাকে। বুধবার ফের দুর্গাপুর মহকুমাশাসক শঙ্খ সাঁতরা উদ্যোগ নেওয়ায় অভিযান হল।