দুর্গাপুর পুরসভায় কাগজে কলমে টোটোর সংখ্যা রয়েছে ৭৫৯। কিন্তু দুর্গাপুরের বিভিন্ন গলি থেকে রাজপথে ঘুরছে প্রায় হাজার তিনেক টোটো। আর প্রতিদিন নতুন নতুন টোটোর আমদানি হচ্ছে শহরে। নিয়ম বহির্ভূতভাবে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় সহ শহরে বেপরোয়া টোটোর দৌরাত্ম্য রাস্তাঘাট যানজট সৃষ্টি হচ্ছে, বাড়ছে দুর্ঘটনা। তেমনি দুর্গাপুরের মিনিবাস মালিক পক্ষ থেকেও অবৈধ টোটোর জন্য মিনি বাসের ক্রমাগত লোকসানে চলার পর মিনিবাস বন্ধ করে দেওয়ার হুমকি দেন মহকুমা প্রশাসনকে। সব মিলিয়ে দুর্গাপুর মহকুমা প্রশাসনের কড়া নির্দেশে বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের ট্রাফিক এডিসিপি শ্বাশতি সামন্তের নেতৃত্বে দুর্গাপুর শহর জুড়ে অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযান শুরু হয়।
জানা গেছে, এদিন ১৮টি অবৈধ টোটোকে ট্রাফিক পুলিশ ও পরিবহণ দফতর যৌথভাবে অভিযান চালিয়ে আটক করে। আটক টোটোগুলি দুর্গাপুর থানায় ও ডিএমসির জোনাল সেন্টারে রাখা হয়। এদিকে পুলিশ প্রশাসন অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযানে নামায় টোটো চালকরা ক্ষোভে ফেটে পড়ে প্রান্তিকা ফাঁড়ির সামনে বিক্ষোভ দেখান বলে জানা গেছে। দুর্গাপুরের পরিবহণ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মৃন্ময় মজুমদার বলেন, ‘দীর্ঘদিন ধরে অবৈধ টোটোর বিরুদ্ধে অভিযোগ আসছিল কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় অভিযান হয়। এবার থেকে অবৈধ টোটোর বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে এবং যেসমস্ত বেআইনি টোটো ধরা হয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’