গত ৭ নভেম্বর থেকে রাজ্যজুড়ে নিষিদ্ধ হয়েছে গুটখা, পানমশলা সহ তামাকজাত দ্রব্যের বিক্রি। তারপরেও রাজ্য সরকারের নিয়ম অমান্য করে শহর দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে অনায়াসে চলছিল গুটখা, পানমশলার বিক্রি। বুধবার সকাল থেকেই দুর্গাপুর থানার পুলিশ এবং দুর্গাপুরের ২ নম্বর বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার দুর্গাপুরের ভিরিঙ্গী মোড়ের একাধিক দোকানে অভিযান চালিয়ে বহু গুটখা ও পানমশলা বাজেয়াপ্ত করে। সমস্ত দোকানদারকে সাফ জানিয়ে দেওয়া হয়, এরপরেও যদি তাঁরা তামাকজাত দ্রব্য বিক্রি করেন তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Like Us On Facebook