দুর্গাপুরে মানুষ যদি নিজের ভোট নিজে দিতে পারে তাহলে দেখা যাবে আর ঘাস ফুল নয় পৌরসভায় কেবল পদ্ম ফুলই ফুটবে। সোমবার দুর্গাপুরের আশিষ মার্কেটে ১০ নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী চিরঞ্জীত ধীবর-এর সমর্থনে এক নির্বাচনী জনসভায় বিজেপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাহুল সিনহা এই কথা বলেন। রাহুলবাবু বলেন দুর্নীতি মুক্ত প্রশাসনের জন্য নীতিশ কুমার লালুকে ছেড়ে বিজেপিকে সঙ্গে নিল। নারদ ও সরদার ঘটনা নিয়ে বিদ্রুপ করে রাহুল সিনহা বলেন দুর্নীতি গ্রস্ত দুই জন এবার পাশাপাশি থাকবে। জেলের এক সেলে মমতা দিদি আর এক সেলে লালু আর কয়েকদিন পর এই চিত্র দেখা যাবে। এদিন তৃণমূলের যুব সভাপতি অভিষেক ব্যানার্জীকেও কড়া আক্রমণ করেন রাহুল সিনহা পাশাপাশি প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন রাহুল সিনহা।
Like Us On Facebook