আস্ত একটা আট ফুটের অজগর। দেখেই চক্ষু চড়কগাছ সকলের। সঙ্গে সঙ্গে বন দফতরে ফোন। বন দফতরের কর্মীরা এসে সেই অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
দুর্গাপুরের এমএএমসির বন্ধ কারখানা বিওজিএলের কাছে শুক্রবার সকালে এক আট ফুট লম্বা অজগর সাপের দেখা মিলতেই এলাকায় মানুষের ঢল নামে সাপটিকে দেখতে। স্থানীয় মানুষ জানান, সাপটি বৃহস্পতিবার বিকেলেও দেখা গিয়েছিল। কিন্তু শুক্রবার ফের তার দর্শন মিলতেই মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্থানীয় বাসিন্দা শ্যামল বাল্মিকী বলেন, এত বড় সাপ আগে কখনও দেখিনি। সাপটি দেখেই বন বিভাগে খবর দিই। নাহলে এলাকায় বিপদ হতে পারত।
Like Us On Facebook