১৫ দিন ধরে বন্ধ পিএইচই প্রকল্পের পানীয় জলের সরবরাহ, পানীয় জলের সঙ্কটে ভাতাড়ের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুত্তক গ্রাম। অবিলম্বে জলের দাবি করছেন গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, গত একমাস ধরেই বাড়িতে বাড়িতে অনিয়মতভাবে জল পৌঁছাচ্ছিল। গত ১৫ দিনে তা একেবারেই বন্ধ। গ্রামের ৮০ শতাংশ মানুষই এই পিএইচই প্রকল্পের জলের উপর নির্ভরশীল। জল পরিষেবা বন্ধ থাকায় চরম সঙ্কটে কালুত্তক গ্রামের বাসিন্দারা। বাসিন্দারা চাইছেন অবিলম্বে স্বাভাবিক হোক পানীয় জল পরিষেবা। পিএইচই প্রকল্পের পাম্প হাউসের দায়িত্বে থাকা ডালিম সেখ জানিয়েছেন, পাম্পের যান্ত্রিক ত্রুটির জন্যই এই সমস্যা তৈরি হয়েছে। ঊর্ধ্বতন কতৃপক্ষকে বিষয়টি জানানোও হয়েছে। কিন্তু যান্ত্রিক ত্রুটি না মেটায় জল পরিষেবা দেওয়া সম্ভবপর হচ্ছে না।

Like Us On Facebook