কলেজের ফি কমানোর দাবিতে বিক্ষোভ দেখালেন বর্ধমান মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রীরা। কলেজের প্রধান গেটের কাছে বিক্ষোভে সামিল হন ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, আগামী ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে কলেজের পক্ষ থেকে নির্দিষ্টভাবে প্রত্যেক ছাত্রীকে কলেজ ফি জমা করতে বলা হয়েছে। সেখানে কলেজের মেইনটেন্যান্স ফি ও টিউশন ফি’র নামে মোটা অঙ্কের ফি ছাত্রীদের জমা করতে বলা হয়েছে। নচেৎ পরীক্ষায় বসতে দেওয়া হবে না বলেও জানানো হয়েছে। কিন্তু এই অতিমারীর পরিস্থিতিতে অনেকেরই পরিবারের প্রধান উপার্জনকারীর কাজ বন্ধ। তাই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছাত্রীদের পক্ষে এই ফি দেওয়া সম্ভবপর নয়। ফি কমানোর দাবিতে তাঁদের এই বিক্ষোভ বলে জানান ছাত্রীরা। ছাত্রীদের দাবি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

Like Us On Facebook