প্লাইউড ও থার্মোকলের যুগলবন্দিতে দক্ষিণ ভারতের মীনাক্ষী মন্দিরের আদলে মণ্ডপ গড়ে দুর্গাপুরের ঐতিহ্যবাহী ভিড়িঙ্গী নবারুণ ক্লাব এবার চমক দেবে দর্শকদের। নবারুণ ক্লাবের এবার সুবর্ণ জয়ন্তী বর্ষ। দুর্গাপুরের এক ডেকরেটার্সকে মণ্ডপ সজ্জার দায়িত্ব দেওয়া হয়েছে। মণ্ডপে মূর্তি দক্ষিণী আদলে তৈরি করা হচ্ছে। আলোক সজ্জায় থাকছেন বারাসতের আলোক শিল্পীরা। এবারের পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকার মত। নবারুণ ক্লাবের পুজোর অন্যতম আকর্ষণ হল মেলা। সাতদিন ধরে মেলা চলে পুজো প্রাঙ্গণে। পুজো মণ্ডপের পাশাপাশি মেলারও প্রস্তুতি চলছে জোর কদমে।

তৃতীয়ায় হবে পুজোর উদ্বোধন। দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা পুজোর উদ্বোধন করবেন। এছাড়াও থাকবেন দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও অরুণ কুমার রথ ও পুলিশ কমিশনার লক্ষীনারায়ণ মিনা। পঞ্চমীর দিন সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী জলি মুখার্জী। লক্ষী পুজোয় আসছেন কৌতুকাভিনেতা খরাজ মুখার্জী। নবারুণের পুজোর আর এক আকর্ষণ হল বিসর্জনের শোভাযাত্রা। ক্লাবসূত্রে জানা গেছে, এবছরও হবে বিসর্জনের শোভাযাত্রা।

চলছে মেলার প্রস্তুতি

দেখুন ২০১৬ সালে নবারুণের পুজো

Like Us On Facebook