এবার দক্ষিণের মন্দিরের প্রভাব শারদ উৎসবের মণ্ডপে মণ্ডপে দেখা যাচ্ছে। দুর্গাপুরের নবারুণ ক্লাবের পাশাপাশি মীনাক্ষি মন্দিরের আদলে দুর্গা মণ্ডপ করছে ডিপিএলের ডুমুরতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটি। ডুমুরতলা সর্বজনীন তাদের ৫০ বছর পূর্তিতে মণ্ডপে দর্শক টানতে দক্ষিণের মন্দিরেই ভরসা রাখছে। এবার ডিপিএলের ডুমুরতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির প্রায় ১৮ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণের মীনাক্ষি মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা করছে। সঙ্গে মণ্ডপের সঙ্গে সঙ্গতি রেখেই প্রতিমা তৈরি ও আলোকসজ্জা হচ্ছে। পুজো কমিটির উদ্যোক্তাদের একটাই চিন্তা, বৃষ্টি না পন্ড করে দেয় এই মহোৎসব।
Like Us On Facebook