পুজোর মুখে বিষাদের সুর বর্ধমান শহরে। শুক্রবার দুপুরে প্যান্ডেলের কাজ করতে গিয়ে ওভারহেড তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক ডেকরেটর কর্মীর। এমনকি এই ঘটনার পর কয়েক ঘন্টা মৃতদেহ প্যান্ডেলের ওপরে পড়ে থাকলেও তা নামানোর জন্য পুলিশ এবং বিদ্যুৎ দপ্তরের মধ্যে চলল দড়ি টানাটানি। এই ঘটনায় রীতিমত ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দা সহ মৃতের পরিবারের লোকজন।

শুক্রবার দুপুরে বর্ধমান শহরের টিকরহাট বেলতলা সর্বজনীন দুর্গাপুজো কমিটির পুজো প্যান্ডেলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল শ্যামা ঘড়ুই (৪৫) নামে ওই শ্রমিকের। বাড়ি বর্ধমান শহরের মিঠাপুকুর হঠাৎকলোনী এলাকায়। ওই পুজো কমিটির সম্পাদক নির্মলেন্দু চ্যাটার্জী জানিয়েছেন, ২৬ বছর ধরেই তাঁরা এখানে দুর্গাপুজো করে আসছেন। এবারে প্যান্ডেল করার জন্য শ্রীদুর্গা ডেকরেটরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তারাই এই কাজ করছিলেন। শ্যামা ঘড়ুই অন্যান্য কাজের পাশাপাশি ডেকরেটরেরও কাজ করতেন। শুক্রবার দুপুর প্রায় ২টো নাগাদ ওই কর্মী প্যান্ডেলের ওপর উঠে কাজ করছিলেন। এই সময় অসাবধানতাবশত ওভারহেড বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নির্মলেন্দুবাবু জানান, এই ঘটনার পরই তাঁরা বর্ধমান থানা, বিদ্যুৎ দপ্তর এবং দমকল বিভাগকে খবর দেন। খবর পেয়েই বিদ্যুৎ দপ্তরের লোকজন এলেও তারা দেহ নামাতে চায়নি। দীর্ঘক্ষণ দেহ পড়ে থাকে প্যান্ডেলের ওপর।

Like Us On Facebook