কাঁকসায় মহিলা পরিচালিত দুর্গাপুজো ‘আন্তরিক’-এর পুজো এবার চতুর্থ বর্ষে পদার্পণ করল। এবার আন্তরিকের সদস্যরা ২৬টি প্লাইউডের ঢাক দিয়ে মণ্ডপ সজ্জা করে চমক দিতে চায়। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে নটরাজের মূর্তির আদলে দেবী দুর্গার মূর্তি করা হচ্ছে। পুজোর উদ্ধোধন করতে আসছেন অভিনেত্রী পায়েল। সমস্ত দুঃখ কষ্ট ভুলে পুজোর চারদিন মহাধুমধামের মধ্যে দিয়ে কাটে বলে জানান পুজো কমিটির পক্ষ থেকে বৈশাখী ব্যানার্জী।
Like Us On Facebook