সময়ের সঙ্গে সঙ্গে বাঙালি তার নিজস্ব অনেক সংস্কৃতি থেকে বিচ‍্যুত হয়ে পড়ছে। বিয়ের টোপর থেকে সিন্দুর কৌটা, কাজললতা, সবই আজ পশ্চিমী হাওয়ায় অবলুপ্তির পথে। দুর্গাপুরের বিধাননগর ক্লাব স্যান্টোস-এর সদস্যরা এবার হারিয়ে যাওয়া সেই সব বিয়ের উপকরণ ও রীতিকেই থিম করে দেবী দুর্গার আরাধনা করছেন। ক্লাব স‍্যান্টোস এবার ৪৭ বছরে পদার্পণ করল। গত বছর স্বপ্নালোকের থীম করার পর এবছর অবলুপ্তির পথে বাঙালির নিজস্ব সংস্কৃতি ও বিয়ের উপকরণ দিয়ে থিম করে দর্শকদের নতুন চমক দিতে চায়। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা ও আলোক সজ্জা করা হচ্ছে বলে পুজো কমিটির সম্পাদক হৃদয় সাঁই জানান। এই পুজোয় ষষ্ঠীর দিন সন্ধ্যায় পাড়ার মহিলারা রকমারি খাবার রান্না করে আনন্দ মেলায় অংশ নেন। পুজোর চারদিন সন্ধ্যায় সঙ্গে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

দেখুন ২০১৬ সালে স্যান্টোসের পুজো

Like Us On Facebook