দুর্গাপুরের অন্যতম বড় পুজো বিধান নগরের সেক্টর-২সি এবার ৩৩ বছরে পদার্পণ করল। দুর্গাপুরের অন্যান্য বড় পুজোগুলির সঙ্গে পাল্লা দিয়ে বড় বাজেটের পুজোর আয়োজন করেন উদ্যোক্তরা। কিন্তু এবার করোনা কাঁটায় সেক্ট- ২সিও ছোট করেই দুর্গোৎসব সারছে। সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে ছোট মণ্ডপ করে পুজোর সংকল্প করেছেন ক্লাবের সদস্যরা। একটি মন্দিরের আদলে সাদামাটা মন্ডপ এবং সাবেকি একচালার দেবী মূর্তি হচ্ছে সেক্টর-২সিতে।
জানা গেছে, হাইকোর্টের নির্দেশ মেনে মণ্ডপের ভিতর যাতে কেউ প্রবেশ করতে না পারেন তারজন্য নো এন্ট্রি জোন করা হচ্ছে মণ্ডপকে। মণ্ডপ থেকে মাইকে পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করবেন আর স্থানীয় মানুষ নিজ নিজ বাড়ি থেকে পুষ্পাঞ্জলি দেবেন এই ব্যবস্থা করেছে পুজো কমিটি। প্রতিবছর পুজোয় এই সেক্টর-২সির মাঠে স্থানীয় মানুষ ও পাড়া-পড়শিদের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন পুজো কমিটি। কিন্তু এবার সব কিছু কাটছাঁট করে নামমাত্র বাজেটে পুজো করা হচ্ছে বলে জানা গেছে। সেক্টর-২সির পুজো কমিটির পক্ষ থেকে দেবাশীষ গোস্বামী বলেন, ‘এবার করোনার কারণে পুজোর বাজেটে কাটছাঁট করে ছোট করে পুজো করা হচ্ছে।’