দুর্গাপুরের বিধাননগরের সেক্টর ২সি’র দুর্গাপুজো দুর্গাপুরের অন্যতম একটি বড় পুজো মণ্ডপ। গতবছর দক্ষিণের স্বামী নারায়ণ মন্দিরের আদলে নজর কাড়া মণ্ডপ করেছিলেন উদ্যোক্তারা। এবার ফের দর্শক মনে দাগ কাটতে সেক্টর ২সি দুর্গা পুজা কমিটি সামাজিক অবক্ষয় রুখতে এবং শান্তির বার্তা ছড়িয়ে দিতে মণ্ডপ সজ্জায় ‘বুদ্ধং শরণং গচ্ছামি’ থিম করছে। মণ্ডপের সামনে থাকবে বিভিন্ন ধরনের মূর্তি- ঘোড়া, রাক্ষস, ড্রাগন সহ নানান মূর্তি। মণ্ডপে প্রবেশ করেই মিলবে শান্তির বার্তা। সমগ্র মণ্ডপ জুড়ে থাকবে ভগবান বুদ্ধের মূর্তি এবং ভগবান বুদ্ধের শান্তির বাণী।

সেক্টর ২সি পুজো কমিটির উদ্যোক্তা শুভেন্দু দাশগুপ্ত বলেন, ‘সমাজে আজ অশান্তির বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে, রাজনৈতিক অস্থিরতা চলছে। তাই সমাজে শান্তির বার্তা দিতেই আমাদের এবারের আয়োজন ‘বুদ্ধং শরণং গচ্ছামি’। তবে আর্থিক মন্দার কারণে এবার আমরা মাত্র ১৩ লাখ টাকার মধ্যে পুজো করার সিদ্ধান্ত নিয়েছি।’ এবার সেক্টর ২সি পুজোর থিম বাস্তবায়নে রয়েছেন দুর্গাপুরের বিশিষ্ট শিল্পী তাপস হাজরা। তাপসবাবু গত দুমাস ধরে ‘বুদ্ধং শরণং গচ্ছামি’ থিমকে বাস্তবে রূপ দিতে ২৫ জন কারীগর নিয়ে অক্লান্ত পরিশ্রম করছেন। থার্মোকল, আয়রণ, ফোম সহ বিভিন্ন দ্রব্য ব্যবহার করে মণ্ডপ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানান শিল্পী তাপস হাজরা। জানা গেছে, সেক্টর ২সি’র দুর্গা পুজার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল কমিউনিটি লাঞ্চ। সপ্তমী, নবমী ও একাদশীর দিন সেক্টর ২সি পুজো কমিটির সদস্যরা স্থানীয় বাসিন্দাদের পুজোর আনন্দ দিতে কমিউনিটি লাঞ্চের ব্যবস্থা করেন। সঙ্গে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।





Like Us On Facebook