ঝিরঝিরে বৃষ্টির মধ্যেই জোর কদমে চলছে দুর্গাপুরের অন্যতম বড় পুজো মণ্ডপ স্টিল টাউনশিপের সি-জোন সার্বজনীন দুর্গা পুজা কমিটির মণ্ডপ সজ্জার কাজ। মেদিনীপুরের বেলদার শিল্পী পরিমল দত্ত ১২ জন সহ-শিল্পীকে সঙ্গে নিয়ে মাস দুই ধরে এবারের থিম ‘সবুজের শান্তি’কে বাস্তবে রূপ দিতে দিনরাত কাজ করছেন।পাট কাঠি, গাছের পাতার উপর রঙ করে এবং কাপড়ের পাতা, কাপড়ের ফুল মণ্ডপ সজ্জায় ব্যবহার করে পরিবেশ দূষণ রোধের বার্তা দিতে গোটা মণ্ডপ জুড়ে সবুজের মন কাড়া পরিবেশ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন সি-জোন সার্বজনীন দুর্গা পুজা কমিটির উদ্যোক্তারা।
সবুজের বার্তা নিয়ে মণ্ডপের সামনেই থাকছে ১২ টি পরীর মূর্তি। সঙ্গে শান্তির বার্তা দিতে ২ টি ৫ ফুটের বুদ্ধ মূর্তি। এবার সি-জোন সার্বজনীন ৩৮ তম বর্ষে পদার্পণ করল। শিল্পাঞ্চল জুড়ে পরিবেশ দূষণ রোধে শিল্পাঞ্চলে গাছ লাগানোর বার্তা দিতে সবুজায়নকে আধার করে মণ্ডপ তৈরি হচ্ছে বলে জানান পুজো কমিটির কার্যকরী সভাপতি বাপি দুবে। বাপিবাবু বলেন, ‘এবার আমরা সীমিত বাজেটে পুজো করছি। অন্যরা যখন আকাশ ছোঁয়া বাজেটে পুজো করছে, তখন মাত্র ৯ লাখ টাকার মধ্যে পুজোর বাজেট রেখে আমাদের সবুজায়ন থিম মানুষের মনে দাগ কাটবে এবং সেরার সেরা দৌড়ে যে আমরা এগিয়ে থাকব এ ব্যাপারে আমরা সকলেই একমত। পুজো কমিটির সহ সভাপতি রণ ঘোষ বলেন, ‘আমরা কেবলমাত্র আড়ম্বরে নয় সামাজিক দায়িত্ব পালন করতেই এবার পরিবেশ রক্ষায় সবুজায়ন থিমকে তুলে ধরছি পুজো মণ্ডপে। যাতে মানুষ প্রতিমা দর্শনের সঙ্গে সঙ্গে অন্তত সবুজের সঙ্গে সম্পর্ক তৈরির তাগিদ অনুভব করে।’