দুর্গাপুরের সিটি সেন্টারের অম্বুজা আবাসনের উর্বশী সার্বজনীন পুজো কমিটি এবার পথ দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেফ ড্রাইভ সেভ লাইফ শ্লোগানকে বাস্তবে রূপ দিল পুজো মণ্ডপে। বাইক আরোহীরা যখন হেলমেট পরে রাস্তায় বের হচ্ছে না তখন বন্য প্রাণী হাতি মাথায় হেলমেট পরে বাইক চালাচ্ছে। ট্রাফিক নিয়ম মেনে বাইক চালানোর বিভিন্ন শিক্ষনীয় বিষয়কে বাস্তবে রূপ দিতে কাঁথির শিল্পী চঞ্চল আচার্য উর্বশীর মণ্ডপে দুটি হাতিকে প্রতীক হিসেবে মাথায় হেলমেট পরিয়ে বাইক চালানোর দৃশ্য তুলে ধরেছেন। মন্ডপ সজ্জায় বিভিন্ন মডেল তৈরি করতে প্লাইউডের সঙ্গে গোবর ও কাঠের গুঁড়ো ফেভিকল ব্যবহার করা হয়েছে। মণ্ডপে থাকছে থিমের সঙ্গে মানানসই দুর্গা প্রতিমা। সঙ্গে মনমাতানো আলো।

উর্বশী সার্বজনীন দুর্গা পূজা এবার ১৬ বছরে পদার্পণ করল। প্রতিবছর থিমের পুজোয় উর্বশীতে নতুনত্ব থাকে। এবার পুজোর বাজেট প্রায় ২০ লাখ টাকা বলে জানান উর্বশী পুজো কমিটির উদ্যোক্তা দেবীপ্রসাদ মুখার্জি। আজ চতুর্থী। পুজো উদ্ধোধন হবে আজ। তাই বৃষ্টি বন্ধ হতেই যুদ্ধকালীন তৎপরতায় রাতভর মণ্ডপ তৈরির কাজ করেছেন শিল্পীরা। থিম সেফ ড্রাইভ সেভ লাইফ শ্লোগানের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে পুজো উদ্ধোধন করতে আসছেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার প্রথম মহিলা চালক প্রতিমা পোদ্দার ও রাজ্যের প্রথম মহিলা অটো চালক সুচেষ্ণা মজুমদার।


Like Us On Facebook