বাহুবলী, যুগে যুগে ভগবান থিমের পর দুর্গাপুরের বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদ এবার মা দুর্গার আরাধনায় মণ্ডপের থিম করেছে ‘মহাকাল পাতালপুরী’। অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজো এবার ৫২ বছরে পদার্পণ করল। প্রতি বছর অগ্রণী সাংস্কৃতিক পরিষদ পুজো কমিটি দর্শকদের মন কাড়তে মণ্ডপ সজ্জায় নতুনত্ব রাখে।

বাহুবলী, যুগে যুগে ভগবান থিমের পর সেই ধারাকে বজায় রাখতে এবার অগ্রণী সাংস্কৃতিক পরিষদ প্রায় দেড় লাখ ব্যবহৃত টায়ার-টিউব সঙ্গে প্লাইউড, স্প্রে কালার দিয়ে কাল্পনিক পাতালপুরীর আদলে মণ্ডপ তৈরি করছে। আসানসোলের শিল্পী তাপস হাজরা ৩২ জন সহ-শিল্পী নিয়ে গত প্রায় দু’মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের সামনে ব্যস্ত রাস্তার উপর পাতালপুরী গড়ে তুলছেন। পাতালপুরী সদৃশ মণ্ডপে বিরাজমান থাকবে মানানসই বহুহস্তের বিরল দুর্গা প্রতিমা। সঙ্গে থাকছে মণ্ডপ সংলগ্ন এলাকায় রকমারি আলোক সজ্জা। পুজো কমিটির উদ্যোক্তা কল্যাণ নায়েকের দাবি, ‘তাঁদের এবারের থিম মহাকাল পাতালপুরী অন্য বারের মতো দর্শকদের মনে বিশেষ জায়গা করে নেবে। পুজো কমিটির এবারের বাজেট প্রায় ৩০ লাখ টাকা। ভিড় এড়িয়ে আমরা দর্শকদের মণ্ডপ দর্শনের আগাম সুযোগ করে দিতে ১ অক্টোবর মণ্ডপ উদ্ধোধন করছি।’







Like Us On Facebook