দুর্গাপুরের অন‍্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ সিটি সেন্টারের অম্বুজা নগরীর উর্বশী সার্বজনীন পুজো কমিটি এবছর ১৫তম বর্ষে ‘সুরের আকাশে’ থিমকে আধার করে বিভিন্ন বাদ‍্যযন্ত্রের ব‍্যবহার তুলে ধরছে মণ্ডপে। হাওয়াই গিটার থেকে বাঁশি, তবলা, পাখোয়াজ সঙ্গীতে ব‍্যবহৃত বিভিন্ন ধরণের বাদ‍্যযন্ত্র নিখুঁত ভাবে কাঁথীর শিল্পী চঞ্চল আচার্য ও তার সহযোগী শিল্পীরা কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমে মণ্ডপে তুলে ধরছেন। মণ্ডপের মানানসই দেবী দুর্গার মূর্তি থাকছে।

প্রথম দর্শনেই দর্শকরা বিশালাকার একটি বাদ‍্যযন্ত্রের দর্শন পাবেন। সব মিলিয়ে কেবলমাত্র সঙ্গীত জগতের মানুষের মন জয়ই নয় সকলের মন জয় করে সিটি সেন্টারের অম্বুজার উর্বশী সার্বজনীন এবছরও যে সেরার সেরা হওয়ার দৌড়ে রয়েছে সেকথা বলার অপেক্ষা রাখেনা।

পুজো কমিটির উদ্যোক্তা দিলীপ কুমার ঘোষ বলেন, আমরা প্রতি বছরই এমন কিছু থিম তুলে ধরি যা দর্শকদের মন জয় করে নেয়। গত বছর ‘খাঁচার পাখি বনের পাখি’ থিম সাংস্কৃতিক মনস্ক মানুষের মনে বেশ নাড়া দেয়। তাই এবছর আমরা ‘সুরের আকাশে’ থিমের মাধ্যমে বাদ‍্যযন্ত্রের ব‍্যবহার তুলে ধরছি মণ্ডপে। দিলীপবাবুর দাবি এবছরও উর্বশী সার্বজনীন শিল্পাঞ্চলের অন্যান্য পুজো কমিটিগুলির থেকে সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আছে।





Like Us On Facebook