‘যুগে যুগে ভগবান’ – একান্নতম বর্ষে এবারের থিম দুর্গাপুরের বেনাচিতির অগ্রণী সাংস্কৃতিক পরিষদের। মেদিনীপুরের মাকালী প্রগতি ডেকরেটার্সের শিল্পীরা নিপুণ ভাবে পুজো মন্ডপে কৈলাসের নৈসর্গিক সৌন্দর্য ফুটিয়ে তুলছেন। মণ্ডপের সঙ্গে সঙ্গে মণ্ডপের প্রধান ফটকও স্বর্গদ্বারের অনুরূপ কাল্পনিক রূপ দিয়েছেন শিল্পীরা। ১০০০ ঘট, ১০০০ ঘন্টা, ১৫০০নেট, ১৫০০ প্রদীপ ও ১৫০০ মাটির সরা থাকছে মণ্ডপে প্রবেশ পথের সজ্জায়।
প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে একান্নতম বর্ষপূর্তিতে নির্মিত হচ্ছে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের এবছরের অভিনব মণ্ডপ। প্রতি বছর নতুনত্ব থাকে। গতবছর জনপ্রিয় বাহুবলী সিনেমার অনুকরণে বিশাল বাজেটের মণ্ডপ নির্মাণ করে অগ্রণী সাংস্কৃতিক পরিষদ জনপ্রিয়তার চুড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। এবছরও পুজো উদ্যোক্তারা সেরার সেরা হওয়ার আশা রাখেন। এবছর অগ্রণী সাংস্কৃতিক পরিষদের ক্লাব প্রাঙ্গণেই পুজো মণ্ডপ তৈরি হচ্ছে।