adda-puja-parikrama-2দুর্গাপুর আড্ডা ইয়ং এসোসিয়েশন নামে এক সংস্থার উদ্যোগে দুঃস্থ ও বয়স্ক মানুষদের পুজো দেখানোর ব্যবস্থা করা হয়। এই সংস্থার সদস্যরা দুর্গাপুরের আম্মা এবং ভাম্বে কলোনির দুঃস্থ ও বয়স্ক মানুষদের পুজো দেখানো ও খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থা করে। তাদের এই উদ্যোগে এই দুঃস্থ মানুষজন খুব খুশি।