পঞ্চায়েত এলাকায় কর্পোরেট স্টোর খোলার প্রতিবাদে উখরায় চেম্বার অফ কমার্সের সদস্যরা আন্দোলনে নামলেন। সোমবার উখরা চেম্বার অফ কমার্সের সদস্যরা পঞ্চায়েত এলাকা উখরায় কর্পোরেট স্টোর(শপিং মল ) খোলার প্রতিবাদে উখরা বণিক সভার সদস্যরা বাজার এক বেলার জন্য বন্ধ করে একটা মৌন মিছিল করলেন।
চেম্বার অফ কমার্সের সভাপতি ত্রিলোকি শর্মা জানান, এই পঞ্চায়েত এলাকায় যদি শপিং মল হয় তাহলে এলাকার ছোট ছোট ব্যবসায়ীরা পথে বসবেন। তাই কোনো ভাবেই এই পঞ্চায়েত এলাকায় শপিং মল করতে দিতে নারাজ উখরা চেম্বার অফ কমার্স। উল্লেখ্য, উখরা এলাকায় ইতিমধ্যেই এক বৃহৎ বেসরকারি সংস্থা শপিং মল করার কাজ আরম্ভ করেছে। শপিং মলের কাজ আরম্ভ হতেই আতঙ্কিত হয়ে পড়েন উখরা এলাকার ব্যবসায়ী মহল। এলাকায় শপিং মল হলে এলাকার অধিকাংশ ক্রেতাই মল-মুখী হবেন, তখন এলাকার ছোট-বড় ব্যবসায়ীরা তাঁদের অস্তিত্ব বাঁচাতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে রয়েছেন ব্যবসায়ী মহলে।