মাঠে পড়ে থাকা হাঁস-মুরগির মৃতদেহ দেখে সোমবার দুর্গাপুরের স্টিল টাউনশিপের এ-জোন এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। যদিও দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতর এই খবরে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে। দুর্গাপুর মহকুমা প্রশাসন এবং দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতর এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।

জানা গেছে, সোমবার দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের আশীষ মার্কেটের কাছে একটি মাঠে মরা মুরগি ও হাঁস পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তা দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়। কে বা কারা মরা হাঁস-মুরগিগুলি এইভাবে মাঠে ফেলে দিল সেবিষয়ে সকলেই অন্ধকারে। এই ঘটনায় স্থানীয় মানুষ ব্লাড ফ্লুয়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েন। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্য প্রসূন কাজী জানান, খোঁজ খবর নেওয়া হচ্ছে, তবে আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ রাখি তেওয়ারি বলেন, ‘খবরটি শুনেছি। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। তবে এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

Like Us On Facebook