তৃণমূল কংগ্রেস পরিচালিত বর্তমান পুরবোর্ডের প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি বছরভর ৭৩ কোটি টাকার উন্নয়নের বিভিন্ন সাফল্য ও আগামী পরিকল্পনা সাংবাদিক সম্মেলনে তুলে ধরলেন।

এদিন মেয়রের সঙ্গে কমিশনার অমিতাভ দাস ও দুর্গাপুর পুরসভার বর্তমান পুর বোর্ডের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মেয়র পারিষদরা উপস্থিত ছিলেন। এদিন মেয়র দিলীপ আগস্তি বর্তমান পুরবোর্ডের গত এক বছরের বিভিন্ন সাফল্য ও আগামী পরিকল্পনার খতিয়ান সম্বলিত একটি খসড়া উপস্থিত সাংবাদিকদের হাতে তুলে দেন। মেয়র দিলীপ আগস্তি বলেন, বর্তমান পুরবোর্ডের বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠান করা হবে। সেই অনুষ্ঠানে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আসবেন।


Like Us On Facebook