স্বামী বিবেকানন্দ ১৮৯৩ সালে আমেরিকার শিকাগো শহরের মহা ধর্ম সম্মেলনে যে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন সেই বক্তৃতার ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষে দুর্গাপুরের নেপালি পাড়া হাইস্কুলে দু’দিন ব‍্যাপি জেলা স্তরের বিভিন্ন অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আজ, শুক্রবার ৭ সেপ্টেম্বর অনুষ্ঠানের প্রথম দিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে পোস্টার ড্রয়িং ও বিভিন্ন বিষয়ের উপর প্রবন্ধ লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্গাপুরের বিভিন্ন প্রাথমিক স্কুল ও উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়ারা এই প্রতিযোগিতায় অংশ নেয়। আগামী ১৩ সেপ্টেম্বর ডিবেট, ক্যুইজ প্রতিযোগিতা ও সেমিনার হবে বলে নেপালি পাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক ড. কলিমূল হক জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, দুর্গাপুর নগর নিগমের চেয়ারম্যান মৃগেন পাল, স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি, আলো দপ্তরের মেয়র পারিষদ ধর্মেন্দ্র যাদব, শিক্ষা দপ্তরের মেয়র পারিষদ অঙ্কিতা চোধুরী সহ বিশিষ্ট ব‍্যাক্তিবর্গ।

Like Us On Facebook