কুলটির লালবাজারে ‌শুক্রবার মদ‍্যপ যুবকদের মাতলামোর প্রতিবাদ করায় গুলিবিদ্ধ সুমন মাজি ও সংঘর্ষে আহতদের দেখতে শনিবার দুর্গাপুরের মিশন হাসপাতালে আসেন বিজেপির রাজ‍্য মহিলা মোর্চার সহ-সভানেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

শনিবার বিজেপির রাজ‍্য মহিলা মোর্চার সহ-সভানেত্রী পশ্চিম বর্ধমান জেলার বিজেপি সভাপতি লক্ষণ ঘড়ুইকে সঙ্গে নিয়ে মিশন হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে আসেন। দোল যাত্রার পরেরদিন মদ‍্যপ যুবকদের মাতলামোর প্রতিবাদ করায় কুলটির লালবাজার এলাকায় দুই পাড়ার যুবকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পাশাপাশি দুই পাড়ার সংঘর্ষে গুলিবিদ্ধ হন সুমন মাজি নামে এক ব্যক্তি। সংঘর্ষে আহত হন অমিত ঘোষ নামে এক ব্যক্তি সহ আরও কয়েকজন। কুলটি থানার পুলিশ অবস্থা সামাল দিতে গিয়ে পাথর বৃষ্টির মুখে পড়লে কুলটি থানার এএসআই ধনঞ্জয় সিং সহ চার সিভিক কর্মীও আহত হন। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। শনিবার দিনভর উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পর কুলটি থানার ওসি কৃষ্ণেন্দু মন্ডলকে বদলি করা হয়েছে বলে জানা গেছে।

Like Us On Facebook