.
চার মাসের বকেয়া বেতনের দাবিতে শঙ্করপুর ওসিপির অধীনে খনিতে কাজ করা বেসরকারি নিরাপত্তা কর্মীরা আজ বৃহস্পতিবার খনির পরিবহণ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন ১৭১ জন বেসরকারি নিরাপত্তা রক্ষী। নিরাপত্তা কর্মী ধর্মেন্দ্র সোনারের অভিযোগ, খনি কর্তৃপক্ষ তাঁদের বকেয়া বেতন হোলির আগে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রতি দিয়েছিলেন কিন্তু হোলি পেরিয়ে গেলেও বেতন মেলেনি। তাই আজ বাধ্য হয়েই তাঁরা কাজ বন্ধ করে খনির পরিবহণ আটকে বিক্ষোভে সামিল হয়েছেন। বেসরকারি নিরাপত্তা কর্মীদের অভিযোগ, গত চার মাস তাঁরা বেতন পাচ্ছেন না। ফলে চরম সমস্যায় পড়েছে তাঁদের পরিবার। ২ ঘন্টা অবরোধের পর খনি কর্তৃপক্ষ ১০ দিনের মধ্যে বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে।
Like Us On Facebook