ছবি-স্কুলের ওয়েবসাইট থেকে সংগৃহীত

দুর্গাপুরের গুরু তেগ বাহাদুর পাবলিক স্কুলের অধ্যক্ষা সুতপা আচার্য্য সিবিএসই ন‍্যাশনাল টিচার্স অ‍্যাওয়ার্ড পাচ্ছেন। আগামী ৬ সেপ্টেম্বর দিল্লিতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দফতরের পক্ষ থেকে অন্যান্যদের সঙ্গে তাঁকে সম্মানিত করা হবে।

প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট শিক্ষাবিদদের শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য সিবিএসই জাতীয় পুরস্কার প্রদান করে। এবছরও দেশের ৩৭ জন শিক্ষাবিদকে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক পুরষ্কার দেবার কথা ঘোষণা করেছে। তারমধ্যে সুতপা আচার্য্য পূর্ব ভারতের একমাত্র প্রতিনিধি হিসেবে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে বিশেষ সম্মাননা পাচ্ছেন।

অধ্যক্ষা সুতপা আচার্য্য। ছবি-স্কুলের ওয়েবসাইট থেকে সংগৃহীত

কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক শিক্ষক দিবসের পরের দিন ৬ সেপ্টেম্বর দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে সুতপা আচার্য্যের হাতে জাতীয় পুরস্কার তুলে দেবে বলে জানা গেছে। উল্লেখ্য, আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে পূর্ব বর্ধমানের দুই শিক্ষক এবং পশ্চিম বর্ধমানের এক শিক্ষিকাকে কলকাতার নজরুল মঞ্চে শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য মুখ‍্যমন্ত্রী শিক্ষারত্ন সম্মানে ভূষিত করবেন।

অধ্যক্ষা সুতপা আচার্য্য। ছবি-স্কুলের ওয়েবসাইট থেকে সংগৃহীত
Like Us On Facebook