অসমে তৃণমূল কংগ্রেস প্রতিনিধি দলকে হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখাল।
তৃণমূল কংগ্রেস কর্মীরা একজোট হয়ে স্লোগান দিতে থাকে মোদী হঠাও দেশ বাঁচাও। এদিন বিক্ষোভ মিছিলে ঢাক ঢোল বাজিয়ে স্লোগান দিতে দিতে নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে ধিক্কার জানিয়ে কুশপুত্তলিকা দাহ করা হয়।
উল্লেখ্য, এনআরসি ইস্যুতে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার অসমে যান তৃণমূলের প্রতিনিধি দল। পৌঁছানোমাত্রই তাঁদের আটক করা হয় বিমানবন্দরে। সেখানে প্রতিনিধি দলকে হেনস্থার অভিযোগ ওঠে।
Like Us On Facebook